Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় মহেশখালীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪২ পিএম

মহেশখালীতে জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাংলাবাজার পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল কবির (২৫)। তিনি উক্ত গ্রামের জেবর মুল্লুকের পুত্র। এ ঘটনায় উভয় পক্ষের আরো দুই ব্যক্তি আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার বশির আহমেদের সাথে প্রতিবেশী জেবর মুল্লুকের পুত্র নুরুল কবিরের বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় উভয়ের মধ্যে কথা–কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বশির আহমদ তার আত্মীয় স্বজন নিয়ে নুরুল কবিরের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পিতাকে উদ্ধারের জন্য তার ছেলে নুরুল আবছার এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। মারাত্মক আহত নুরুল কবির ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষে বশির আহমদের পুত্র আইয়ুব আলীও আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ