Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘থার্টি ফাস্ট নাইট’র নামে বরিশাল মহানগরীতে চলছে ব্যাপক উন্মাদনা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:০৪ পিএম

‘থার্টি ফাস্ট নাইট’এর নামে বরিশাল মহানগরীতে শনিবার সন্ধ্যা থেকে ব্যাপক উন্মাদনা চলছে। বিভিন্ন পাড়া মহল্লাতে কিশোর গ্যাং ও ছিচকে মাস্তানের দল সন্ধ্যা থেকেই রাস্তার ধারে গান বাজনার আয়োজন সহ থেকে আঁতশ বাজি ও পটকার বিস্ফোরণ শুরু করে। এমনকি নগরীর নবগ্রাম রোড-চৌমহনী মার্কাজ মসজিদের পাশে সন্ধ্যা থেকেই ব্যান্ড সংগীতের আয়োজন শুরু হয়েছে। বর্ণিল আলোকমালায় সাজান হয়েছে মঞ্চ।

রাত ১২টা ০১ মিনিট থেকে নগরী জুড়ে ব্যাপক পটকা-বাজি ও আঁতশ বাজী পোড়ানোর আয়োজনও চলছে। শনিবার সন্ধ্যা থেকে আলোর বন্যায় ভাসছে মহানগরীর বেশীরভাগ পাড়া মহল্লা। নগরীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ‘রাতে ঘুমাতে পারবেন কিনা’ এমন প্রশ্ন করে ফোন করছেন বিভিন্ন সংবাদপত্র অফিস ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছে।

তবে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা অব্যাহত থাকা সহ নজরদারীর কথাও জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ