বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩৩ পদাতিক ডিভিশনের নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী মেজর জেনারেল সুলতানুজ্জামান মো.ছালেহ উদ্দিন,ওএসপি,এসজিপি,এনডিসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো.ফখরুল আহসান প্রমূখ।
জানা যায়, সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ৩৩পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার শ্যামলাপুর ও নোয়াখালীর স্বর্ণদ্বীপে ১১০০টি অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প্ইন কর্মসূচি পরিচালনা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।