বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা দিন দিন কমে আসছে। বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগে ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানজনক পেশায় নিয়োজিত হচ্ছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার প্রতিটি ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষা ব্যবস্থায় প্রতিনিয়ত সহায়তা দিয়ে আসছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষদের রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে সার দিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করার কারণে কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। সরকারের এসব উদ্যোগের কারণে দেশে খাদ্যের কোনো সংকট হবে না। দুর্ভিক্ষের কোনো প্রশ্নই আসে না।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম প্রমুখ বক্তব্য দেন। বক্তব্য শেষে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।