Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থার্টি ফার্স্ট নাইটে সিলেটে কঠোর অবস্থানে এসএমপি পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:১৬ পিএম

ঘরের বাইরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না থার্টি ফার্স্ট নাইটে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র এ তথ্যগুলো জানিয়েছে, শনিবার বিকাল ৫টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত সিলেটে উন্মুক্ত স্থানে কোনো প্রকার গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি-পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

প্রায় প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অনেকেই ফানুস উড়িয়ে আনন্দ করেন। এতে ঘটে অগ্নিকান্ড। যদিও গত বছরই দুর্ঘটনার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে সারা দেশে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোঁটানোতে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। এই নির্দেশনা না মানার কারণেই গতবছর বিভিন্ন স্থানে অগ্নিকান্ড ঘটেছিল। এবছর ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর বিষয়ে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এরপরও যদি এর ব্যত্যয় ঘটে এবং নগরবাসীর নিরাপত্তায় বিঘ্ন ঘটে, তবে নিরাপত্তার স্বার্থে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে এবছর বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস শনিবার (৩১ ডিসেম্বর) বলেন- মহানগরের প্রতিটি থানায় এ বিষয়ে মনিটরিং করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেটের সার্বিক নিরাপত্তার প্রতিটি মোড়ে থাকবে পুলিশ সদস্য। থানা পুলিশের পাশাপশি গোয়েন্দা পুলিশও নজরদারিতে থাকবে। এছাড়া ফানুস ওড়ানো ও আতশবাজি না ফোটানোতে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও থার্টি ফাস্ট নাইটে উপলক্ষে সিলেটে কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস ওড়ায় তাহলে া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ