Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরও ১৩৫ শ্রমিক ছাঁটাই

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ৫:৩২ পিএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরও ১৩৫ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার পাশে অবস্থিত ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ তাদের ১৩৫ জন শ্রমিককে মূল ফটকের সামনের বোর্ডে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্তকৃত শ্রমিকদের ছবিসহ নামের তালিকা সাঁটিয়ে দেয়।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী) এর ২৩ (৪) (ক) (ছ) ধারা মোতাবেক গুরুতর অসদাচরণের দায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সকাল থেকেই কারখানায় কর্মরত শ্রমিকরা কাজে যোগদানের উদ্দেশ্যে এলেও যাদের ছবি বোর্ডে সাঁটানো হয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা।

কারখানার সুইং অপারেটর মর্জিনা বেগম, ফারজানা ও ছাইদুল জানায়, শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। যারা প্রকৃত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পরিকল্পিতভাবে যাদের চাকরির বয়স পাঁচ বছর বা কাছাকাছি তাদেরকেই বেছে বেছে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কাজের বয়স পাঁচ বছর হলে শ্রম আইন অনুযায়ী তাদেরকে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা দেওয়ার বিধান রয়েছে। তা থেকে বঞ্চিত করতেই নীলনকশা করে তাদের বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ লাগানো থাকলেও ভিতরে শ্রমিকদেরকে কাজ করতে দেখা গেছে। দুপুরের বিরতির সময় শ্রমিককে খাবার জন্য বাইরে বের হতে এবং নির্দিষ্ট সময় পর আবার কারখানায় প্রবেশ করতে দেখা দেছে।

ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিবেদকে জানান।

তবে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিকদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ