Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই প্রার্থীর বিশৃঙ্খলার চেষ্টা : পুলিশের বাধায় পণ্ড

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ৩:০৬ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা (বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা) চলাকালে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
ওই দুই প্রার্থী হলেন- সিরাজুল ইসলাম মণ্ডল (ঘুড়ি মার্কা), মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি মার্কা)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মইনুল হক বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এ সময় তাদের সমর্থিত নেতা-কর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তাড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে। আশা করছি কোনো গণ্ডগোল হবে না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ