Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ৩:০২ পিএম

নোয়াখালী ব্যুরো : সোনাইমুড়ী উপজেলায় সড়ক দূর্ঘটনায় হাছিনা আক্তার (৩৮) ও হিমু আক্তার (১২) নামের দুই মা-মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হারুন উর রশিদের স্ত্রী হাছিনা আক্তার ও তার মেয়ে হিমু আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিমুকে নিয়ে ঘোষকামতা গ্রামের স্বামীর বাড়ী থেকে সিএনজিযোগে বাবার বাড়ী পৌরসভার শিমুলীয়া গ্রামের আসছিলেন হাছিনা আক্তার। পথে ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মা ও মেয়ের মৃত্যু হয়। সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক টমাস বড়–য়া জানান, খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ