Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে সিটি নির্বাচন: দেশ-বিদেশের নজর না.গঞ্জে

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ২:৫৫ পিএম | আপডেট : ৪:২২ পিএম, ২২ ডিসেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শীতের ভোরে আরামের ঘুম থেকে উঠে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী-পুরুষ সারি সারি লাইনে দাড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়।সকাল ৮টা থেকে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)সকাল ১০ টার সময় শহরের মর্গান উচ্চ বালিকা বিদ্যালয়,গণ বিদ্যানিকেতন,নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশ। এ নির্বাচন জাতীয় আবহ বিরাজ করছে। দেশ-বিদেশের নির্বাচন পর্যবেক্ষকদের নজর এখন নারায়ণগঞ্জে।
২৭ টি ওয়ার্ডে ১৫৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং ৫ জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৩৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন। তারা ১৬৩টি কেন্দ্রের ১২১৭টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন বিকেল ৪টা পর্যন্ত ।
প্রায় পৌনে পাঁচ লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য তাদের ‘নগর অভিভাবক’ বেছে নিতে ভোট দিচ্ছেন সিটি কর্পোরেশনের ভোটারগণ । নারায়ণগঞ্জ ক্লাব থেকে আজ রাতেই ফলাফল ঘোষণা করার কথা।
এখনো পর্যন্ত পরিস্থিতি ভালো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁদ রাতের যে আতঙ্ক থাকে, কোন এলাকায়’ই বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব শঙ্কা’ই দূর হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এদিকে দলীয়ভাবে ও দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই প্রথম ভোট হচ্ছে। বর্তমান সরকারের অধীনে এটাই হতে পারে নারায়ণগঞ্জের শেষ নির্বাচন।প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন।
তিনটি থানা নিয়ে এই সিটির অবস্থান। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১০টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৯৭। সদর থানার ৮ ওয়ার্ডে ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬১২ এবং বন্দর থানার ৯ ওয়ার্ডে ভোটার ১ লাখ ১৩ হাজার ৩২২ জন।
এবারের নির্বাচনে নতুন ৭১ হাজার ভোটার ভোট দেবেন। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করছেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জ আদর্শ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত
বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান নগরীর ১৩ নং ওয়ার্ডের ভোটার। তিনি আজ বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল সোয়া আটটার সময় নারায়ণগঞ্জ আদর্শ হাইস্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হলে জয় হবে। এসময় তার সাথে জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার উপস্থিত ছিল।এ দিকে নৌকা প্রতীকের পাথী ডা,সেলিনা হায়াৎ আইভী সকাল ৯ টায় তার নিজ ১৬ নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ শিশুবাগ স্কুলে।এ সময় আইভী গণমাধ্যম কর্মীদের জানান মেয়র থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জবাসী আমার উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন তাই তারা নৌকাকেই বেছে নিবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।

পশ্চিম দেওভোগ শিশুবাগ ভোটকেন্দ্রে ভোট দিলেন আইভী
ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী । সকাল সাড়ে ১০টায় ১৬নং ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকাল ৯টার দিকে মাসদাইর কবরস্থানে ডা. সেলিনা হায়াৎ আইভী তার বাবার কবর জিয়ারত করে। এসময় তার সঙ্গে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আইভী বলেছেন, খুব সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জে ভোট গ্রহণ চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এতো সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখেনি।তিনি আরো বলেন, আশা করি বিকেল ৪টা পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আমি আগেও বলেছি, ফলাফল যাই হোক আমি জনতার রায় মেনে নেব।

নির্বাচনী ফলাফল যা-ই হোক’ তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন আইভী Ñসাখাওয়াত.
নির্বাচনী ফলাফল যা-ই হোক’ তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। নির্বাচন সুন্দর হচ্ছে, শেষ পর্যন্ত এমন অবস্থা থাকলে ফলাফল যাহোক তা মেনে নিবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
আজ সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের সাথে নির্বাচনী পরিবেশ নিয়ে পৃথকভাবে কথা বলার সময় ওই কথা বলেন ওই দুই মেয়র প্রার্থী।
এরমধ্যে সকাল সোয়া ৮ টার সময় নগরীর ১৩ নং ওয়ার্ডের আদর্শ উচ্চবিদ্যালয়ে ভোট প্রদান করেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার এমন কিছু করবে না, যাতে তাকে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়। তবে তিনি বলেছেন এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে শেষ পর্যন্ত তা বজায় থাকলে মাঝপথে সরে দাঁড়াবেন না।ফলাফল যাইহোক তা তিনিও মেনে নিবেন।

নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নাসিক নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক , রুহুল কবির রিজভী
গত বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক আছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্রিফিংকালে ওই কথা বলেছেন।
এসময় রিজভী বলেন, ‘সকাল থেকে ভোটারেরা ও বিএনপির কর্মী-সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে আছেন। আশা করি বিকেল চারটা পর্যন্ত ভোটকেন্দ্রে এ পরিবেশ বজায় থাকবে।’
এছাড়া যারা ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল সকাল ভোট দিতে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুরোধ করেন, যারা এখনো ভোট দিতে যাননি, তারা ভোটকেন্দ্রে যান, ভোট দিন।
বিএনপির এ নতা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটকেন্দ্রের এই পরিস্থিতি বজায় থাকলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন। বিএনপির এই নেতা ফলাফল গণনা ও ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে থাকতে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি মনে করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে স্থির হয়ে থাকা গণতন্ত্রের চাকা আবার ঘুরতে শুরু করবে।

ভোট দিলেন শামীম ওসমান : বললেন নৌকার জয় নিশ্চিত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বার একাডেমী কেন্দ্রে ভোট কেন্দ্রে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই এমপি। তাঁর সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী ভোটকেন্দ্রে আসেন। এসময় তিনি মিডিয়া কর্মীদের বলেন, নারায়ণগঞ্জে সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জানিয়েছেন, ‘সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর মাত্র এক ঘণ্টা বাকি আছে। আমি জয় নিয়ে খুবই আশাবাদী। এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন আশা করছি।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় শহরের ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমী কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বেলা আড়াইটার দিকে গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৬৬২ ) করে ভোট দিতে আসেন শামীম ওসমান।
কেন্দ্রে এসেই গাড়ি থেকে নেমে তিনি কেন্দ্রের ভেতর প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অন্য কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে গাড়িতে তার দুজন সঙ্গী ছিলেন। যারা গাড়িতেই অবস্থান করছিলেন।
ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘আমাদের টার্গেট ছিল একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা। আমেরিকার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমাদের এ নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আমি আশা করি, নির্বাচনে আমরা জয়লাভ করব।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক লোক ও পত্রিকা আছে, তারা খুব চেষ্টা করেছে নির্বাচনকে এটা ইস্যু বানানোর। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের অনেক লোকের পায়ের নিচে মাটি নেই। তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে এসেছে। আমি নারায়ণগঞ্জের রাজনীতি করে এখানে এসেছি। ওই উস্কানিতে তারা চলতে পারে, কিন্তু আমরা চলি না। আর মাত্র এক ঘণ্টা আছে। এরপর রেজাল্ট পাওয়া শুরু করব। আপনারা আইসক্রিম খাবেন।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রমাণ করেছেন প্রার্থীর সঙ্গে যোগাযোগ ছাড়াই শেখ হাসিনার কর্মীরা নৌকার পক্ষে কাজ করেছেন। আমি আশাবাদী নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।’
তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। কাল (বুধবার) আমি একটা জায়গায় ঢাকা থেকে আসা সাংবাদিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। সে সময় তাদের সঙ্গে বসে কথা বলেছি। কিন্তু বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা রিপোর্ট করেছে, আমি সেখানে মিটিং করেছি। আমার মনে হয় এ রিপোর্টে সাংবাদিকরা নিজেরাও লজ্জা পেয়েছেন। ’
শামীম ওসমান বলেন, ‘নৌকা স্বাধীনতা ও নিরীহ মানুষের শক্তি। আমার বিশ্বাস নৌকার পক্ষে বিজয় আসবে। ’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা যারা এসেছেন বিশেষ করে কাজী জাফরউল্লাহ, আবদুর রহমান, এনামুল হক শামীম, অসীম কুমার উকিলকে আন্তরিকভাবে অভিনন্দন জানেই। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নির্বাচন নিয়ে প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন, তাকেও কৃতজ্ঞতা জানাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ