Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১২টিতে আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

কুমিল্লায় ১৭ ইউপি নির্বাচন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লায় ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। ৫টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের আটটি, লাকসামের তিনটি, লালমাই উপজেলার দু’টি, বরুড়ার দু’টি ও দাউদকান্দি উপজেলার দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ইউনিয়নে ৫৭ জন চেয়ারম্যান পদে, ৫৫২ জন সাধারণ আসনে ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, দাউকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকে মো. মামুনুর রশিদ। দৌলতপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. মঈন উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতীকে মো. মাকসুদ আলম জমাদার। বরুড়া উপজেলায় ভাউকসার ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আহমেদ জামাল মাসুদ এবং শাকপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুল খালেক মুন্সি।
নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রায়কোট (উত্তর) ইউনিয়নে মো. রফিকুল ইসলাম মজুমার, রায়কোট (দক্ষিণ) ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা (উত্তর) ইউনিয়নে মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, আদ্রা (দক্ষিণ) ইউনিয়নে মো. আবু ইউসুফ, জোড্ডা (পুর্ব) ইউনিয়নে মোহাম্ম নুরুল আফছার, বটতলী ইউনিয়নে আবদুল জলিল, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ মো. সাইফুর রহমান। এছাড়া জোড্ডা (পশ্চিম) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মিজানুর রহমান। পেরুল উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু সালেহ মোহাম্মদ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে প্রার্থী নৌকা প্রতীকের আবদুল আউয়াল আবু নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ