Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে চোরের ছুরিকাঘাতে মিশন স্কুলের নৈশ প্রহরী খুন

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১:০৯ পিএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের আউলিয়াপুকুর এলাকায় মিশন স্কুলের নৈশ প্রহরী শুকু সরেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী ও পুলিশ জানিয়েছে চোরের ছুরিকাঘাতে তিনি মারা গেছেন।
নিহত শুকু সরেন সদর উপজেলার আউলিয়াপুকুর লুথারেন মিশন এন্ড মডেল স্কুলের নৈশ প্রহরী ছিলেন। তিনি কসবা এলাকার মৃত লক্ষণ সরেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ওই মিশন স্কুলে দায়িত্বপালন কালে পিছন দিক দিয়ে এক চোর ভেতরে প্রবেশ করে। এ সময় শুকু সরেন ওই চোরকে জাপটে ধরলে সে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শুকু এলাকায় এক বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা। চুরি করতে আসা চোরকে ধরে ফেললে সে ছুরিকাঘাত করে। তিনি চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এখানে অন্য কোন বিষয় নেই। নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানান তিনি। পুলিশ, র‌্যাব, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ