Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশিরাও বাংলা সিনেমা দেখতে চান: ড. হাছান মাহমুদ

রিয়েল তন্ময় | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী কমিটি। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় মন্ত্রী বলেন, আমাদের চলচ্চিত্র এখন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাচ্ছে। যেটি আগে হতো না। প্রবাসীরা বাংলা সিনেমা দেখতে চান। শুধু বাংলা ভাষাভাষী না, বিদেশিরাও বাংলা সিনেমা দেখতে চান। বাংলা সিনেমার প্রতি বিদেশিদেরও আগ্রহ রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও সিনেমার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে এই শিল্প আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, চলচ্চিত্রশিল্পের উন্নয়নে ৫৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের পুরস্কার দিয়েও এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে আসছে। বর্তমানে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। আগের মতোই আগামী দিনেও বাচসাস চলচ্চিত্রের পাশে থাকবে বলে আমি আশা করি। বাচসাসের সাধারণ স¤পাদক রিমন মাহফুজ সংগঠনের পক্ষে পাঁচটি দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে ১. বিএফডিসিতে বাচসাসের জন্য অফিস রুম বরাদ্ধ। ২. তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র সেন্সর বোর্ড, জুরি বোর্ড, অনুদানের কমিটি ও টিভি প্রিভিউ কমিটিতে বাচসাস প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা। ৩. তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে চলচ্চিত্রবিষয়ক কোনো টিম সফর করলে তাতে বাচসাস প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা। ৪. বাচসাস ২০২২-২০২৪ মেয়াদের বর্তমান কার্যনির্বাহী কমিটির তিন মাসে অন্তত একবার তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করার সুযোগ। ৫. সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বাচসাস সদস্যদের অনুদানে বাচসাস সভাপতি ও সাধারণ স¤পাদকের স্বাক্ষরে অনুমোদন। এ সময় উপস্থিত ছিলেন বাচসাসের সভাপতি রাজু আলীম, সহসভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, সহসাধারণ স¤পাদক রাহাত সাইফুল, অর্থ স¤পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক স¤পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা স¤পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক স¤পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা স¤পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর স¤পাদক আহমেদ তেপান্তর আওয়াল। এ ছাড়াও ছিলেন নির্বাহী সদস্য লিটন এরশাদ, মাঈনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ