প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাস কয়েক হয়ে গেল শুরু হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস ১৬’। প্রতিবারের মতো এবারেও এই শোয়ের সঞ্চালকের আসনে রয়েছেন সুপারস্টার সালমান খান। যদিও বিগবস এমন একটা শো যা নিয়ে প্রতি মুহূর্তে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে চরমে। এই মরসুমেও বিগ বসের প্রতিযোগী হয়ে এসেছেন একাধিক নামি-দামি শিল্পীরা। বর্তমানে ‘বিগবস ১৬’ টেলিস্ক্রিনে ব্যাপকভাবে দেখা এবং অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে একটি। প্রতি সপ্তাহান্তেই প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ করেন সালমান নিজেই। এছাড়াও প্রতি সপ্তাহান্তের পর্বে প্রতিযোগীদের মনোনীত একজনকে বাদ দেওয়া হয়। চলতি বিগবস মরসুমে অন্যতম খ্যাতনামা প্রতিযোগীর মধ্যে ছিলেন কাজকি গায়ক আব্দু রোজিক। যিনি গত কয়েক মাস ধরেই তাঁর অত্যাশ্চর্য মাধুর্য এবং বিনোদন দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে চলতি সপ্তাহে দর্শকদের অনুমান বিগবস১৬ থেকে বাদ পড়বেন আব্দু। কেননা সাম্প্রতিক বিগবসের একটি প্রোমোতে দেখা গিয়েছে, বিগবস ঘোষণা করেছেন যে আব্দু রোজিককে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। দুই মাসেরও বেশি সময় ধরে বিগবস হাউসে থাকায় স্বাভাবিকভাবেই এই কথা শোনা মাত্রই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন আব্দু। তাঁর নাম শুনে সাজিদ খান, নিমৃত কৌর আহলুওয়ালিয়া, স্ট্যান-সহ অন্যান্য সবাই হতবাক হয়ে গিয়েছেন। আব্দুকে শিব ঠাকরেকে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে। গত কয়েক মাসে তাঁদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠেছিল। প্রোমোটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখানে সপ্তাহান্তের পর্বের প্রোমো দেখুন আব্দু ঘরওয়ালাদের বিদায় জানাচ্ছেন, আপনিও কি আব্দুর বিদায় দেখে দুঃখ পাচ্ছেন?’ আব্দু একজন তাজিকিস্তান-ভিত্তিক ইন্টারনেট সেনসেশন, পাশাপাশি তিনি একজন চমৎকার গায়ক এবং অভিনেতা। তিনি বিগ বস ঘরের ছোট ভাইজান নামে পরিচিত ছিলেন। এই প্রতিযোগীর একটি বিস্তৃত ফ্যান ফলোয়িংও রয়েছে। অন্যান্য প্রতিযোগীরাও তাঁকে খুব পছন্দ করেন। আব্দুর সঙ্গে সাজিদের দুর্দান্ত বন্ধুত্ব। আব্দু রোজিক এই মরসুমের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবেই পরিচিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।