Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আদালতের দিকে তাকিয়ে বুশরার পরিবার

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা

স্টাফ রিপের্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকান্ডের মামলায় নিহতের বান্ধবী গ্রেফতারকৃত আমাতুল্লাহ বুশরাকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে তার পরিবার। বুশরা কোনোভাবেই ফারদিন হত্যার সাথে জড়িত না, আমরা বারবার বলেও এ বিষয়টি কাউকে বিশ্বাস করাতে পারিনি। বিনা কারণে তাকে হত্যা মামলায় জেলে যেতে হলো। এখন পুলিশ তদন্ত করে বলছে ফারদিন আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এভাবেই বলছিলেন বুশরার বাবা মঞ্জুরুল ইসলাম।
বুশরার বাবা বলেন, এটা সবার কাছে পরিষ্কার যে, এ ঘটনার সাথে বুশরা কোনোভাবেই জড়িত নয়। তার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। হয়তো আর সে আগের মতো স্বাভাবিক হতে পারবে না। এ দায় কার? আমরা বুশরার পক্ষে আদালতে জামিনের আবেদন করেছি। আগামী ৫ জানুয়ারি জামিনের শুনানি হবে, ওই দিনের অপেক্ষায় আছি। আশা করছি আমার মেয়ে বুশরা জামিন পাবে। আদালত এ মামলা থেকে তাকে অব্যাহতি দেবে বলেই আমার প্রত্যাশা। ঢাকা মহানগর দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে। ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন। গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় ফারদিন নূর পরশের লাশ। লাশের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে। মামলার তদন্তভার ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হয়। এরপর মাদক সংশ্লিষ্টতা, মাদক ব্যবসায়ীদের হাতে খুন, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয় সামনে আসে। সর্বশেষ তদন্ত সংশ্লিষ্ট ডিবি পুলিশ ও র‌্যাব তদন্ত অগ্রগতি নিয়ে এক ধরনের ‘সমঝোতা’য় পৌঁছে জানায়, স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন ফারদিন। ডিবি পুলিশ জানায়, ফারদিনের মৃত্যুর ঘটনায় জেলে থাকা বুশরা নির্দোষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ