Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ সিটি মেয়রের সঙ্গে রাসিক মেয়র সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি পরিদর্শনে যান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগর ভবনে পৌঁছালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এরপর বিভিন্ন দুই সিটি উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে মতবিমিয়ন করেন। এরপর রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল ও চারুকলা ইন্সটিটিউট ঘুরে দেখান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ