Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া রিফাত ও ও মোরসালিন নামের দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় পদ্মানদী থেকে নিখোঁজ রিফাত মন্ডল ফিলিপ নগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে ও মোরসালিন কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে। গত দুইদিন আগে মোরসালিন তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা জানান, শিশু দুইজন সকাল থেকে নিখোঁজ ছিল পরে অনেক খোঁজাখুঁজি করে না-পেয়ে পরিবারের লোকজন সন্ধ্যায় এলাকায় মাইকিং করেন। পরে রাতে পদ্মা নদী থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মজিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ গত বুধবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ