Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:০২ পিএম

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে আজ ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশি নিহত হয়। তারা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মংলু মিয়া ও দোলাপাড়া গ্রামের সাদিক হোসেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সীমান্তের কাছে দু’টি লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য পুলিশের মাধ্যমে লাশ মর্গে পাঠানো হয়েছে। আমরা বিএসএফকে এ বিষয়ে জানিয়েছি, এ ব্যাপারে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা জানালে বিস্তারিত জানতে পারবো।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ভারত থেকে গরু আনতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফের একটি দল বাংলাদেশিদের ওপর গুলি চালায়।

সাদিকের বড় ভাই হুমায়ুন কবির জানান, মংলু ও সাদিক গুলিবিদ্ধ হন এবং দলের অন্য সদস্যরা আহত অবস্থায় তাদের নিজ নিজ বাডড়িতে ফিরিয়ে আনলে তারা মারা যান।
ওসি শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ