Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর ভাষানটেকে চাঁদাবাজি মামলার আসামিরা বাদিকে হুমকি দিচ্ছে

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফরিপোর্টার : রাজধানীর ভাষানটেক এলাকায় ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে একটি বাড়িতে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামিরা জামিনে এসে বাদিকে হুমকি দিচ্ছে। ভূক্তভোগীরা এ অভিযোগ করেন।
মামলার সূত্র মতে, বিভিন্ন সংস্থার সরকারি ২১ জন কর্মকর্তা-কর্মচারি মিলে ভাটারার দেওয়ান পাড়াস্থ ১৮৫/৫এইচ নং হোল্ডিং জায়গাটি ক্রয় করেন। সেখানে একজন কেয়ারটেকার রেখে জমিটি রক্ষনাবেক্ষনসহ আবাসন কাজ শুরু করেন। জমির একজন অংশীদার শামসুল হক ভূঁইয়ার অভিযোগ, চলতি মাসের ৯ তারিখে তিনি নিজের জমিটি দেখিতে যান। এ সময় স্থানীয় জনৈক হাচান ও রুবেল মোল্লা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ১৩ ডিসেম্বর উক্ত দুই আসামি ও তাদের সহযোগিরা ওই বাড়িতে গিয়ে কেয়ারটেকারকে মারধর করেন। তারা বাড়িটি দখলের উদ্দেশ্যে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা করে। পরে পুলিশ আসার আগেই তারা হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শামসুল হক ভূঁইয়া বাদি হয়ে ভাটারা থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই কামরুল হাসান বলেন, ২১ জন সরকারি কর্মকর্তা মিলে জমিটি ক্রয় করেন। ওই সময় স্থানীয় হাচান নামে এক ব্যক্তি জমিটি ক্রয়ে সহায়তা করেন। কিন্তু পরে ওই ব্যক্তিই নিজ স্বার্থে অপকৌশলের আশ্রয় নেন। মামলায় তাকেও আসামি করা হয়েছে।  গ্রেফতারের আগেই আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তবে জামিনে এসে হুমকির বিষয়ে তাকে কেউ লিখিত অভিযোগ করেনি। এ ধরণের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ