Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদা পৌর মেয়র হলেন আজাহার আলী

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৯:১১ পিএম

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আজাহার আলী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.আলমগীর বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে আজাহার আলী ৬ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম আখতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।

জানা যায়, ৯টি ভোট কেন্দ্রে ৪৮ টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫১২ জন। বৈধ ভোট পড়েছে ১১ হাজার ৮৫২ টি এবং ৩৭ টি ভোট বাতিল করা হয়েছে। ভোটের মাঠে নয়টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালনে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ