প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তিনটি নাটকের নির্দেশনা দিয়েছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। চারুনীড়ম থিয়েটারের ব্যানারে মঞ্চে আসছে এই নাটক। ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এক টিকিটে এই তিন নাটকের প্রদর্শনী। নাটক তিনটি হচ্ছে, ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। টেনেসি উইলিয়ামের মূল নাটক দ্য লেডি অব লার্ক¯পুর লোশন অবলম্বনে ‘আরশোলা’ নাটকটি অনুবাদ করেছেন নিরূপ মিত্র। এ নাটকে দেখা যাবে সংগ্রামী গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে। বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় যিনি অনেক জীবনসংগ্রাম করেছেন। আন্তন চেখভের মূল নাটক সোয়ান সং অবলম্বনে ‘নানা রঙের দিন’ এবং দ্য বিয়ার অবলম্বনে ‘শরতের মেঘ’ রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তিন নাটকে অভিনয় করছেন ড. মার্জিয়া আক্তার গৌতম রায় ,শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।