Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:২০ পিএম

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের জামাতলা মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক-পরিবহন আইনে ৭টি ও ভোক্তা অধিকার আইনে ২ টি মামলায় মোট ৯ টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। গফরগাঁও থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন, সতর্কতা স্বরূপ তাদের জরিমানা করা হয়েছে। তারা সংশোধন না হলে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ