Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে থার্টিফাষ্ট নাইটে বার, ডিজে পার্টি বন্ধ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম

ইংরেজি বর্ষবরণ থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে বার ও ডিজে পার্টি বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত সব অনুমোদিত বার, মদের দোকান ও ডিজে পার্টি বন্ধ থাকবে।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আরএমপির জারি করা এক নিষেধাজ্ঞাপত্রে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনটি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর হতে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। এছাড়া অনুমোদিত বার, মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাস্তায় গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা/ র‌্যালিতে মুখে কোনো প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি (যেমন-ভুভুজেলা, আতশবাজি, পটকা) ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ