বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন, ফখরুল আলমগীর সহ আলেম সমাজের মুক্তির দাবীতে বিবৃতি দিয়েছে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব মাওলানা আবদুল করিম খান বলেন, সরকার বিরোধী মতকে দমিয়ে রাখতে নানা ধরনের পায়তারা করছে। বিএনপি ঘোষিত গণমিছিলকে বানচাল করতে একের পর এক ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সরকার বাধা দেবে না বললেও গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে, বিএনপি ও আলেম সমাজ এতে ভীত নয়। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সহ আলীম সমাজের সব পর্যায়ের নেতাকর্মীদের বাধাবিপত্তি উপেক্ষা করে গণমিছিল সফল করার আহ্বান জানান তারা। পাশাপাশি নেতৃবৃন্দ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আলেম সমাজের নিঃশর্ত মুক্তি দাবি জানান। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।