Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কট্টরপন্থী হিন্দুদের প্রতিবাদের মুখে ‘বেশরম রঙ’ গানে আপত্তি সেন্সর বোর্ডের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম

শেষ পর্যন্ত জয় হলো ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের। শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয় বিতর্ক। ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রঙ’ গানে আপত্তি জানিয়েছে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তারা জানিয়েছে, ছাড়পত্র পেতে হলে অবশ্যই এই গান সংশোধন করতে হবে।

সিবিএফসি প্রধান প্রসূন জোশি বলেন, “সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে সেই গানটিও (বেশরম রঙ) রয়েছে। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

এই ঘটনায় শিল্পের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে প্রসূন জোশির মন্তব্য, ‘সিবিএফসি সবসময়ই সৃষ্টিশীল কাজ ও দর্শকের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, সদস্যদের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যায়। আমাদের সংস্কৃতি ও বিশ্বাস গৌরবময়, জটিল এবং সংক্ষিপ্ত। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে, কোনো তুচ্ছ বিষয় দ্বারা এটি যেন সংজ্ঞায়িত না হয় এবং সত্য থেকে মনোযোগ সরিয়ে নেয়।’

দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ফের সিনেমা হলে ফিরছেন শাহরুখ। নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে এই সিনেমা। তার আগেই প্রকাশ্যে এসেছে এর গান। ‘বেশরম রঙ’ শিরোনামের গানে কিং খান-দীপিকার রসায়ন জমে ক্ষীর। প্রশংসিত হচ্ছে গানটি। তবে ভারতীয় দর্শকের একাংশ সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। গানটিতে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন।

বয়কটকারীদের দাবি, এই ছবি থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। হিন্দুদের এখন থেকেই সাবধান হওয়া দরকার। এটাই ‘পাঠান’ বয়কট করার সবথেকে বড় কারণ হওয়া উচিত বলে মনে করছেন তারা। কারণ গেরুয়া হিন্দুদের ধর্মীয় রঙ। এই রঙের সঙ্গে নাকি যোগ রয়েছে পুরাণের। রয়েছে আধ্যাত্মিক যোগও। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় গেরুয়া বা কমলা রঙের আধিক্য দেখা যায়। অগ্নিদেবের রংও গৈরিক।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ