Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম

মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত দ্রুতগতির মেট্রো যুগে প্রবেশ করল বাংলাদেশ। গতকাল (২৮ ডিসেম্বর) স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটি। বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করায় উচ্ছ্বসিত দেশের মানুষ। তাদের একজন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক মাধ্যমে মেট্রো স্টেশনের কয়েকটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা।

মেট্রোরেলের উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসার ইমো।

এর আগে, গতকাল বুধবার বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ১৫নং সেক্টরের খেলার মাঠে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম ট্রেনটি দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে।

এদিকে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমনি। পুরো সময় কাটছে ছেলে রাজ্যকে নিয়ে। তবে ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০১৮-১৯ সালের সরকারি অনুদানের ছবি এটি।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে ছবিটি। পরীমণি-সিয়াম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ