Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১১:৫৪ পিএম

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফসিল ঘোষণা করতে হবে। অথচ, পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা সংবিধান লঙ্ঘন হয়েছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটের দিন নানান অনিয়মের ঘটনায় নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ