Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৮

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের চিলমারীতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি পনির উদ্দিন আহম্মেদ নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর সমর্থকদের বাঁধার মুখে পড়ে। জাফর আলীর সমর্থক স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৫/৬ জন দুর্বৃত্ত প্রার্থীকে বহনকারি মাইক্রোবাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে গ্লাস ভেঙ্গে ৮ ব্যক্তি আহত হলেও পনির উদ্দিন আহম্মেদ অক্ষত ছিলেন। বুধবার বিকাল ৩ টার দিকে চিলমারী উপজেলার মাটিকাটা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার “বি সার্কেল” মো. মনিরুজ্জামান ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ