বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর খিলগাঁওয়ে মনি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির স্বামী হায়দার ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মগবাজারের একটি বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, নিহত মনি বেগম তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও উত্তর গোড়ান শিকদার বাড়ির নিচ তলায় ভাড়া থাকতো। গতকাল বুধবার সকালে দুই সন্তানের অনুপস্থিতে পারিবারিক কারণে ঝগড়ার এক পর্যায় স্বামী হায়দার ব্যাপারী তার স্ত্রী মনিকে শ্বাসরোধে হত্যা করে। প্রাথমিকভাবে জানা গেছে, বিভিন্ন ধরনের পারিবারিক কলহে তার স্বামী হায়দার ব্যাপারী ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে। এ ঘটনার পর পরই নিহতের স্বামী স্বামী হায়দার ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রংমিস্ত্রি কাজ করেন। মনি বেগম মাদারীপুর রাজৈর উপজেলার বাসিন্দা।
অপরদিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহমেদ বলেন, গত মঙ্গলবার রাতে বড়মগবাজারের ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুমের দরজা ভেঙ্গে শবনম শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শবনম শারমিন অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্ট লাইভে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসা ভাড়া নেন শারমিন। এ ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।