Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ জনযুদ্ধে রূপ নিয়েছিল ভূমিমন্ত্রী

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু ৯ মাসের যুদ্ধ নয়, এটি পরিপূর্ণ জনযুদ্ধে রূপ নিয়েছিল। এ দেশের মুক্তিপাগল জনতা মিত্রবাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল। তিনি মঙ্গলবার রাতে নগরীর আউটার স্টেডিয়ামে বিজয় মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় আলোচক ছিলেন বিশিষ্ট কলামিষ্ট অধ্যক্ষ ফজলুল হক।
পরে প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননা সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেয়া হয়। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের তরুণদের মগজ ধোলাই করার অপচেষ্টা হয়েছে। জামায়াত-শিবিরের নেতারা এখনও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। তাদেরকে চিহ্নিত করে গণবিচ্ছিন্ন করার মধ্যে দিয়ে আমাদের শংকা দূর করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ