Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গওহরডাঙ্গা মাদরাসায় তিন দিনব্যাপী মাহফিল শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:২০ পিএম

আজ বুধবার আম বয়ানের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার তিন দিনব্যাপি ৮৭তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। আগামী শনিবার বাদ ফজর দোয়ার মাধ্যমে শেষ হবে এ মাহফিল। মাহফিলের দ্বিতীয় দিনে আজ উলামা সম্মেলনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এতে হিফজ ও দাওরা ফারেগ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম, ছদর ছাহেব (রহ.) পুত্র, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব। মাহফিলের সার্বিক কামিয়াবীর জন্য দোয়া চেয়ে দেশবাসীকে মাহফিলের দাওয়াত দিয়েছেন মাদরাসার নায়েবে মুহতামিম ও ছদর ছাহেব (রহ.) এর পৌত্র মুফতি উসামা আমীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ