Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাচসাস সম্মাননা পেলেন ৭ মুক্তিযোদ্ধা সাংবাদিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ৭ সদস্যকে ‘বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২’ প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন খ্যাতিমান সাংবাদিক আতাহার খান, সলিমউল্লাহ সেলিম, মাইনুল হক ভূঁইয়া, এ জেড এম রাহাগীর, এল এ সরকার বাচ্চু, বরুণ শংকর ও এস আর রেজা। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) মহান বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার স¤পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, ভোরের কাগজ স¤পাদক শ্যামল দত্ত। আরও উপস্থিত ছিলেন নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক শাবান মাহমুদ। বক্তব্য রাখেন বাচসাস সাধারণ স¤পাদক রিমন মাহফুজ। প্রবন্ধ পাঠ করেন কার্যনির্বিাহী সদস্য রাফি হোসেন। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি রাজু আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন বাচসাসের সিনিয়র সহ-সভাপতি অনজন রহমান। এমন ব্যতিক্রমী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বাচসাসকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ না হলে আজকের দেশ পেতাম না। ভাষা ও সংস্কৃতির কি হতো আমরা জানতাম না। খুবই ভালো লাগছে এমন একটি উদ্যোগে আসতে পেরে। বাচসাস চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি নেওয়ার জন্য বাচসাসকে ধন্যবাদ। সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘একজন দুর্বল মানুষ’ প্রদর্শিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ