Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা একাডেমি রাবেয়া খাতুন সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলা একাডেমি প্রবর্তণ করেছে রাবেয়া খাতুন সাহিত্য পুরস্কার। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নামে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সচিব কবি এ এইচ এম লোকমান। গত ২৭ ডিসেম্বর রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর এ পুরস্কার পেয়েছেন ছোট গল্পের জন্য জ্যোতি প্রকাশ তথ্য এবং উপন্যাসের জন্য স্বাকৃত নোমান। জ্যোতি প্রকাশ তথ্য’র হাতে দুই লাখ টাকার চেক এবং স্বাকৃত নোমানের হাতে এক লাখ টাকার এবং উভয় জনের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির ফেলো শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের সভাপতি আমীরুল ইসলাম এবং বাংলা একাডেমির সচিব কবি এ এইচ এম লোকমান। অনুষ্ঠানের জানানো হয়, পুরস্কার প্রাপ্তদের প্রদানকৃত অর্থ রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের তহবিল থেকে প্রদান করেছেন তার পরিবারের সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ