Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক উপমন্ত্রী ও দুই মন্ত্রী আসছেন সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ পিএম

আগামীকাল বৃহস্পতিবার এক মন্ত্রী ও এক উপমন্ত্রী বিমানযোগে সিলেটে আসছেন। আর পরদিন শুক্রবারে আসবেন আরেক মন্ত্রী। মন্ত্রীদ্বয় ও উপমন্ত্রীর সরকারি সফরসূচি থেকে জানা গেছে এমন তথ্য।

সরকারি সফরসূচি অনুসারে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তিনি ওসমানী পরিদর্শন করবেন বিমানবন্দরের উন্নয়নকাজ। সকাল সাড়ে ১১টায় শহরতলির বড়শালাস্থ একটি হোটেলে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী।

এছাড়া বিকেল ৩টায় খাদিমনগরস্থ গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। ওইদিন সন্ধ্যা ৭টায় আখালিয়া ঘাটে তপোবনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন ড. মোমেন। রাতেই বিমানযোগে ফিরবেন ঢাকায় তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে গাড়িযোগে যাবেন মৌলভীবাজারের বড়লেখায় তিনি।

সেখানে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের পরিচিতিমূলক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। বিকালে আবার সিলেটে এসে বিমানযোগে ঢাকায় ফিরবেন উপমন্ত্রী।

এদিকে, বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোকাম্মেল হক এমপি আগামী শুক্রবার দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন। জুম’আর নামাজ শেষে জকিগঞ্জ উপজেলায় মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওইদিন রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ