Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ কেন্দ্রেও ভরাডুবি আ’লীগ প্রার্থী ডালিয়ার

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:১১ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রেও চরম ভরাডুবি হয়েছে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়ার। তিনি তার বাড়ির পাশের ঐ কেন্দ্রে মাত্র ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডঃ হোসনে আরা লুৎফা তার বাড়ির পাশে নগরীর জিএল রায় রোডস্থ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এই কেন্দ্রটি তার বাড়ি থেকে মাত্র কয়েক’শ গজ দুরে। কিন্তু এই কেন্দ্রে তিনি মাত্র ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ