বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ডেঙ্গু জ¦রে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আঞ্জুমান আরা (৩০)। তিনি নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা। গত সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ডেঙ্গু জ¦র নিয়ে গত ২৬ নভেম্বর ভর্তি হন তিনি। এ নিয়ে চলমি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩৭৭ জন। গত সোমবার নগরীতে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মৃত্যু হয়। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন মহিলা ও ১৩ জন শিশু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।