বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত ৪ বছরের এক শিশুকে রাজধানীর চকবাজার এলাকা থেকে উদ্ধার এবং ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত শিশুটির নাম হচ্ছে নুনিয়া ইসলাম। তার বাবার নাম মোঃ দেলোয়ার হোসেন। আর গ্রেফতারকৃত অপহরণকারীরা হচ্ছে মোঃ বিল্লাল হোসেন (২২),মোঃ সাগর (২১)ও ও মোঃ জুয়েল (২০)।
র্যাব-১০ আজ মঙ্গলবার বিকেলে জানায়, অপহরণকারী মোঃ বিল্লাল তার মামাতো বোন নুনিয়া ইসলামকে চকলেট কিনে দেওয়ার কথা বলে সোমবার সন্ধ্যায় বাড়ির বাহিরে নিয়ে যায়। এরপর থেকে সে তার মোবাইল বন্ধ করে দেয়। পূর্ব পরিকল্পিতভাবে মোটা অংকের মুক্তিপণ আদায়ের জন্য বিল্লাল নুনিয়া ইসলামকে প্রথমে জিঞ্জিরা ফেরিঘাট এলাকায় নিয়ে যায়। এ সময় বিল্লাল তার অপর দুই সহযোগী সাগর ও জুয়েলকে খবর দেয়। একটি কুড়িয়ে পাওয়া সিম কার্ডের মাধ্যমে সাগর ও জুয়েল নুনিয়ার বাবা দেলোয়ার হোসেনকে অপহরণের বিষয়টি জানায় এবং মেয়েটিকে জীবিত পেতে হলে তার কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নুনিয়ার বাবা মুক্তিপনের টাকা জোগাড় করতে না পেরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই খবর পাওয়ার পর র্যাব সদস্যরা অপহরণকারীদের বিরুদ্ধে একটি ছায়া তদন্ত শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজধানী ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপহৃত শিশু নুনিয়া ইসলামকে উদ্ধার করা হয় এবং উক্ত ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।