প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় একটি আইটেম গানে পারফর্ম করার মধ্য দিয়ে তিনি ফিরেছেন। ‘চালাও গুলি’ শিরোনামের আইটেম গানে তিনি পারফর্ম করেন। ববি বলেন, প্রথমবার কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করেছি। গানের কোরিওগ্রাফি ও হুক স্টেপ দারুণ লেগেছে। গানটি দর্শক পছন্দ করবে বলে আশা করি। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করা পরিচালক ফয়সাল আহমেদ জানান, ৬ জানুয়ারি ব্ল্যাক ওয়ার মুক্তি পাবে। সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।