Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ বছর বিরতির পর ইন্দো-ইতালীয় চলচ্চিত্রের শুটিং শুরু করলেন চিত্রাঙ্গদা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

বলিউডে বহু অভিনেত্রী এক কালে খ্যাতি অর্জন করেও আচমকাই হারিয়ে গিয়েছেন চলচ্চিত্র মহল থেকে। সংসার বা অন্য কিছুর চাপে খুব তাড়াতাড়ি বলিউডকে বিদায় জানিয়েছেন। সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন চিত্রাঙ্গদা সিং। বলিউডে তাঁর কেরিয়ার খুব বেশিদিনের নয়, মাত্র কয়েকটা ছবি করেছিলেন তিনি। তার মধ্যেই একাধিক সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছিলেন তিনি। তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব, অভিনয়ের গুনে মুগ্ধ সবাই। তবে অনেকদিন তিনি বিরতিতে ছিলেন। বছরের শুরুতেই তিনি একটি ইন্দো-ইতালীয় ছবিতে সাইন করছেন। বাংলাকে চমকে শুভেন্দুকে নিয়ে বড় ঘোষণা ফিরহাদের - এই মুহূর্তে বাংলাকে চমকে শুভেন্দুকে নিয়ে বড় ঘোষণা ফিরহাদের ‘গ্রেফতার করে ঢুকিয়ে দেব, সে যেই হোক’, ‘অগ্নিশর্মা মমতা গ্রেফতার করে ঢুকিয়ে দেব, সে যেই হোক’, অগ্নিশর্মা মমতা মুম্বাইয়ের একাধিক জায়গায় এই ছবির শুটিং শুরু করা হলেও মাঝে অনেকদিন বন্ধ ছিল। সম্প্রতি গৌতম ঘোষের পরিচালনায় ফের শিরোনামহীন ইন্দো-ইতালীয় প্রকল্পের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ছবিটির শুরুর কথা ছিল ২০১৯ সালে। কিন্তু করোনা মহামারীর কারণে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রায় তিন বছর পর, আবারও ছবিটির শুটিং শুরু করতে পেরে আনন্দিত নির্মাতারা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা। এদিন তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একটি সিল্কের শাড়ি এবং ন্যূনতম মেক-আপে দেখা যায়। চলচ্চিত্রটি একটি দম্পতি এবং তাঁদের সন্তানের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, শীঘ্রই ছবির গোটা টিম মধ্যপ্রদেশের জবলপুরে যাবেন, ছবির শুটিঙয়ের জন্যে। হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই শুট করা হবে এই ছবিটি। পরে ইতালীয় ভাষায় ডাব করা হবে। গল্পটি লিখেছেন গৌতম ঘোষ এবং জগন্নাথ গুহ, ইতালীয় চিত্রনাট্যকার অ্যামেডিও প্যাগানিনি এবং সার্জিও স্কাপাগনিনি। অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, যিনি ‘হাজারোঁ খোয়াইশেন অ্যাসি’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘বাজার’ এবং ‘মডার্ন লাভ মুম্বাই’-এর মতো চলচ্চিত্রের জন্য জনপ্রিয়। ছবির প্রথম লুকে অভিনেত্রীকে ডি-গ্ল্যাম দেখা যাচ্ছে। প্রোডাকশন হাউসের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, চিত্রাঙ্গদা হল প্রতিভার সঙ্গে সৌন্দর্যের সেই বিরল সংমিশ্রণ। একজন অভিনেত্রী হিসেবে তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। আমরা তাঁর সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। তাঁর ভূমিকাটি বেশ চ্যালেঞ্জিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ