Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপকে দেখতে চান জেরি ব্রাকহাইমার

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

ডিজনির ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের অন্যতম। আর এই সিরিজের মূল চরিত্র জ্যাক স্প্যারোর ভূমিকায় সবচেয়ে বিশ্বাসযোগ্য যে জনি ডেপ তাও নির্দ্বিধায় বলা যায়। কিন্তু প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি দ্বন্দ্বে ডেপ সিরিজ থেকে বাদ পড়েন আর এতে সিরিজটি অব্যাহত রাখাও সম্ভব হচ্ছে না আপাতত। তবে জ্যাক স্প্যারো চরিত্রে ডেপ ফিরতে পারেন এমন আশা সবারই, অভিনেতার ভক্তরা তো আশায় বুক বেঁধে আছে নির্মাতাদেরও যৌক্তিক ইচ্ছা এমনই। যেমন আশা সিরিজের প্রযোজক জেরি ব্রাকহাইমারের। হলিউডের সর্বোচ্চ সম্মানী লাভকারী অভিনেতা এ যাবত সিরিজের সব পাঁচটি ফিল্মে অভিনয় করেছেন। এখন যেহেতু হার্ডের মানহানির মামলা ডেপের পক্ষে গেছে ভক্তরা মরিয়া হয়ে তাকে আবার দেখতে চাইছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায়। ব্রাকহাইমার সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেয়া এক সাক্ষাতকারে সিরিজটির ষষ্ঠ পর্ব আদৌ নির্মিত হবে কীনা সেই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি জানান এ বিষয়ে মন্তব্য করার একক অধিকার তার নেই তবে তিনি ব্যক্তিগতভাবে স্প্যারোর ভূমিকায় ডেপকে ফিরত চান। তিনি বলেন, এ বিষয়ে অন্যদের জিজ্ঞাসা করতে পারেন। আমার কাছে এর জবাব নেই। আমি আসলেই জানি না। তবে, আমি তাকে ফিল্মে আবার দেখতে চাই। সে আমার বন্ধু আর অসাধারণ অভিনেতা। দুর্ভাগ্যক্রমে তার ব্যক্তিগত জীবন সব এলোমেলো করে দিয়েছে। তিনি জানান, কাহিনীকাররা স্প্যারো চরিত্রটিকে কাহিনীতে মেরে ফেলতে চেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ