Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর সিটি নির্বাচনে ভোট গণনা শুরু: লাঙ্গল এগিয়ে

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম | আপডেট : ৭:২৫ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলে। ইভিএম মেশিনের ত্রুটি এবং আঙ্গুলের ছাপ না মেলায় নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টার পরও অনেক কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটারগন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ২১টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা এগিয়ে রয়েছেন। লাঙ্গল প্রতীকে তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬১২, তার নিকটতম প্রার্থী হাতি প্রতীক (আ’লীগ থেকে বহিস্কৃত) এর ৫ হাজার ১০৯ ভোট এবং নৌকা ৩ হাজার ৯৮৬ ভোট। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ