Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যা সন্তানের মা হলেন শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:২৯ পিএম

ফের মা অভিনেত্রী হয়েছেন শার্লিন ফারজানা। গত ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত এ অভিনেত্রী। এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলো প্রথম সন্তান, নাম ইয়াসিন এহসান। তার দুই বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন তিনি।

শার্লিন ফারজানা জানান, তিনি ও তার সন্তান দুজনেই ভালো আছেন। তার সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। কন্যার আগমনে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলেও জানান তিনি।

অনেকদিন থেকেই পর্দার আড়ালে রয়েছেন শার্লিন। শোনা গিয়েছিল চলতি বছরেই অভিনয়েই ফিরবেন তিনি কিন্তু সন্তান সম্ভবা থাকায় এবারও পর্দায় ফেরা হয়নি তার।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন শার্লিন ফারজানা। এর আগে একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের বাগদান সম্পন হয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ