Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না অনেকেই

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম | আপডেট : ৫:৩২ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২

 রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে পারছেন না অনেক ভোটার। দীর্ঘ অপেক্ষার পরও ভোট না দিতে পেরে অনেকেই ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। এখনও অনেক ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে লোক দাঁড়িয়ে আছেন।
ভোটারদের অভিযোগ, ইভিএম মেশিনের ত্রুটির কারনে ভোট দিতে অনেক সময় লাগছে। একজনকে একাধিকবার বোতাম টিপতে হচ্ছে। অধিকাংশ সময় আঙ্গুলের ছাপ মিলছে না। কখনও কখনও মেশিন হ্যাং হয়ে থাকছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বুথে ঢুকে মেশিনের সমস্যার কারনে ভোট দিতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সকলেই। তারওপর অটো, রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটারদের পায়ে হেঁটে দুর দুরান্ত থেকে আসতে হচ্ছে। এতে অনেককেই মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। এভাবে পাঁয়ে হেঁটে এসে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরছেন ভোটারগন। বিশেষ করে অধিকাংশ ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় তাদের পক্ষে ভোট দেয়া সম্ভব হচ্ছে না। এসব কারনে ভোট গ্রহনের নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরও অনেক কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ