Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৩:৪২ পিএম

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপুর্ন নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে । মঙ্গলবার রাত ৩ টা থেকে তিন ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টায় ফেরি চলাচল ঝুকিপুর্ন হয়ে পরলে বন্ধ ঘোষনা করে বিআইডব্লিটিসি কর্তপক্ষ।বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, টানা তিন ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় আটকে পরা যানবাহনগুলো পার করে দেওয়া হয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৪ টি ফেরি চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ