Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম ত্রুটির কারণে বিড়ম্বনায় ভোটারগন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ২:১৫ পিএম | আপডেট : ৫:৩০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২

রংপুর থেকে স্টাফ রিপোর্টারঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন অনেক ভোটার। দীর্ঘ অপেক্ষার পর বুথে প্রবেশ করেও ইভিএম মেশিনের সমস্যার কারনে ভোট না দিতে পেরে অনেকেই ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। একাধিক ভোট কেন্দ্র থেকে এ বিষয়ে অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাও ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির কারণে প্রথমে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমি আগেই বলেছি, ইভিএমে ত্রুটি আছে। সুষ্ঠুভাবে ভোট দিতে বিড়ম্বনায় পড়বে ভোটারা। এখন বাস্তবেই তাই হচ্ছে।
নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে থেকে অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী শাহাদৎ হোসেন।
তিনি বলেন, সকাল থেকে ইভিএমে সমস্যার কারণে অনেকে ভোটার ভোট দিতে পারছেন না। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও প্রায় ১০/১২টি কেন্দ্র থেকে একই অভিযোগ পাওয়া গেছে। ## হালিম আনছারী, রংপুর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ