বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে বিড়ম্বনায় পড়েন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা। ভোট দেওয়ার জন্য তাকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ইভিএম ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। এরপর আধাঘন্টা দেরাইতে ভোট দিতে সক্ষম হন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ভোটগ্রহণের সঙ্গে যুক্ত সবার 'দায়িত্ব অবহেলার' অভিযোগ তোলেন এবং এ পরিস্থিতিকে তিনি নির্বাচন কমিশনের 'ব্যর্থতা' হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, 'ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে দেরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলব। এই ভোটকেন্দ্রেই দুটি ভোটগ্রহণ কক্ষে ইভিএমের সমস্যা আছে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।