Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সূর্য মামার দেখা নেই, সর্বোচ্চ বৃষ্ট্ওি হয়েছে সিলেটে, আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, কমছে তাপমাত্রা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১:২৩ পিএম

বাংলা ক্যালেন্ডারে আজ ১২ পৌষ। শীতের সকালটা আজ বৃষ্টিস্নাত কেটেছে অনেকটা সিলেটে। সেই সাথে কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশা ভেদ করে সূর্য মামার দেখা নেই সিলেটের আকাশে। ঘোমোট পরিবেশ বিরাজ করছে সিলেটজুড়ে। জনজীবনে শীতের তীব্রতায় জড়োসড়ো। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের মাঝামাঝি সময়ে এসে এই বৃষ্টির ফলে তাপমাত্রা আরও কমে যেতে থাকবে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। সেখানে বৃষ্টি ধারণ করা হয়েছে ৮ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৪ দশমিক ৬, টাঙ্গাইলে ৬, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৩, নেত্রকোনায় ২ এবং কুষ্টিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল আলম বলেন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে কোনো বৃষ্টি হয়নি। আজ সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এই মাসের একেবারে শেষে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরে জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হতে পারে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে সামান্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ