Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ্যানি খান যে অনুরোধ করলেন সাংবাদিকদের কাছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৩ এএম

প্রায় দেড় বছর হতে চললো অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী এ্যানি খান। অভিনয় ছাড়ার পর পোশাকেও এনেছেন পরিবর্তন। সব সময় তাকে দেখা যায় বোরকা ও হিজাবে। ব্যবসা ও ধর্ম-কর্মেই নিয়োজিত রয়েছেন তিনি। বর্তমানে সফল উদ্যোক্তা এ্যানি খান অনলাইনে তার ব্যবসার কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি তিনি ধর্ম-কর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।

সম্প্রতি অ্যানি খানের ব্যবসা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানে তার অভিনয় জীবনের ছবি ব্যবহার করা হয়। আর এতে তিনি ঘোর আপত্তি জানিয়ে হিজাব পরা ছবি ব্যবহারের আবেদন করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এ্যানি খান। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সংশ্লিষ্ট সব পত্রিকা ও সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি নিউজগুলো এখানে (ফেসবুক) দিতে পারলাম না। আমি খুব খুশি হব, পরবর্তীতে আপনারা নিউজ করলে অবশ্যই আমার এখনকার ছবিগুলো ব্যবহার করলে। ’

সাবেক এই অভিনেত্রী মনে করেন, ‘ইসলামিক দেশ হিসেবে নিউজপেপারে মেয়েরা হিজাব বোরকা পরা ছবি যেতেই পারে, অনেকেই আছেন বোরকা বা হিজাব পরা ছবিগুলো পত্রিকায় ব্যবহার করতে চান না। এর বিশেষ কোনো কারণ আছে কিনা আমার জানা নেই। ’

তিনি আরো বলেন, ‘তবে আমি ভীষণভাবে উপকৃত হব- পরবর্তীতে আমার আগের ছবিগুলো ব্যবহার করে নিউজ না করলে। জাজাকাল্লাহু খাইরান সবাইকে। আশা করি নেগেটিভ মন্তব্য থেকে বিরত থাকবেন-এটা বলছি আমার পেজে যারা আছেন তাদেরকে।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন এ্যানি খান। এরপর দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ার তার। ২০২০ সালের জুন মাসে সেই ক্যারিয়ারের ইতি টানেন তিনি। একজন সাধারণ ধার্মিক হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন এ্যানি।

একসময় অভিনয়ই ছিল এ্যানির পেশা। এ জগৎ থেকে আয়কৃত অর্থ দিয়েই চলতো তার সংসার। অভিনয়কে বিদায় জানানোর পর অনলাইনে বোরকা আর হিজাবের ব্যবসা শুরু করেছেন তিনি। নিজেও পর্দা করতে শুরু করেছেন। বাকি জীবনটা এভাবে কাটানোই তার ইচ্ছা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ