Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে মীরের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৪৪ এএম

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ করে এখন অবস্থান করছেন গ্রামের বাড়ি মাগুরায়। কিছুদিন পরই আবার শুরু হতে যাচ্ছে বিপিএল। মাঝের এই সময়টা পরিবারের সঙ্গে উপভোগ করছেন এই ক্রিকেটার। গ্রামের বাড়ি অবস্থান করলেও সেখানে উৎসবমুখর সময় কাটাচ্ছেন সাকিব। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেসবুক হ্যান্ডেলে তারই কয়েকটি ছবি পোস্ট করেছেন উম্মে আহমেদ শিশির।

ছবিগুলোতে দেখা যায়―বাড়ির আঙিনায় তৈরি অস্থায়ী চুলায় হাঁড়ি চড়ানো হয়েছে। তাতে লাকড়ি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আরেকটি ছবিতে দেখা যায়, গরুর মাংস রান্না করছেন সাকিব আল হাসানে স্ত্রী শিশির। আর তার পাশে দাঁড়িয়ে আছেন সাকিব। সাকিবপত্নী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং প্রিয় গরুর মাংস রান্না করা হয়।’

ইট দিয়ে তৈরি চুলায় সাকিব-শিশিরের রান্না করার ছবিগুলো ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যালে। ভক্ত-শুভাকাঙ্খীরা রিঅ্যাকশনে ভরিয়ে দিয়েছেন তা। সেখানে চোখ পড়েছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ অনুষ্ঠানের উপস্থাপক ও জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলী।

এই উপস্থাপক ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা। বড্ড ভালো লাগে মানুষটাকে। এক আধবার সুযোগ যে পাইনি তা নয়। কিন্তু বিরক্ত করতে ভালো লাগে না। ওর মতো মানুষ সারাক্ষণই ভক্ত দ্বারা ঘেরা। তার মধ্যে ওনাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কোনোদিনো। আজ এই ছবিগুলো দেখে এত ভালো লাগলো, শেয়ার করলাম। ইনশা আল্লাহ, কোনো না কোনো সময় হবে নিশ্চয়।’

সবশেষ মীর আরও লেখেন, ‘যেমন এবছর চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছে কলকাতায়। ওটা স্বপ্নপূরণ ছিল আমার জন্য।’

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’ থেকে সঞ্চালক মীরের উত্থান। এরপর তিনি খ্যাতি পেয়েছেন জি বাংলার তুমুল জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে। এছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সংগীতেও রয়েছে সরব উপস্থিতি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ