বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহিদ (৪০) মারা গেছেন। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। জাহিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছিল। রোববার রাতে জাহিদ নামে একজন আইসিইউর ১৫ নম্বর বেড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আরও তিনজনের চিকিৎসা চলছে।
গত ১৭ ডিসেম্বর দগ্ধ অবস্থায় সকাল সাড়ে সাতটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধ অন্যরা হলেন- রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। এদের মধ্যে রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর শরীরের ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।