রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটা ও বিক্রির দায়ে একজনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন, মুহাম্মদ মিনারুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন জানান, উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করছিল মুহাম্মদ মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মুহাম্মদ মিনারুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, ফসলি জমির মাটি রক্ষায় আমাগীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাটি বিক্রির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।